রবি মিয়া, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যবাজারে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভার আয়োজন করে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মামুনুর রশিদ শান্ত, সদস্য ধর্মপাশা উপজেলা বিএনপি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি,
জেলা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদা ফারুক আহমেদ, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য সেনোয়ার হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, চামরদানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,
সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক ছাত্র নেতা তানভীর আহমেদ খান, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, সাজিবুল হক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও যুবদলের আহবায়ক কমিটির সদস্য রোকন প্রমুখ।