নিজস্ব প্রতিবেদক:কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন।
গতকাল (১৪ আগস্ট) ট্রাইব্যুনালের ঘোষিত নির্বাচনী রায়ে এ সিদ্ধান্ত আসে। বিগত ২০২১ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উপনির্বাচনে আ,ন,ম, শহীদ উদ্দিন ছোটন বেশি ভোট পেলেও, অস্বাভাবিক জালিয়াতির মাধ্যমে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম (প্রতীক নৌকা) কে বিজয়ী ঘোষণা করা হয়।
২০২২ সালের ২৫ জানুয়ারি শহীদ উদ্দিন ছোটন এ ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। যদিও আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত রায় দেওয়ার বিধান রয়েছে, বাস্তবে দীর্ঘ ১২৯৭ দিনের আইনি লড়াই শেষে তিনি চেয়ারম্যান নির্বাচিত ঘোষিত হন।এদিকে রায়ের খবর ছড়িয়ে পড়লে বড়ঘোপসহ বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের হয়। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে চা-নাস্তা ও মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন সমর্থকরা।