গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর এ আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি বা প্রহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের আদব-কায়দা শেখানো, লাঞ্ছিত না করা এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জুলাই–আগস্ট মাসকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, আদর্শ ছাত্র গড়ে তোলা, শিশুদের হাতের লেখা সুন্দর করা, তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং গণিত শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।