রিয়াজুল ইসলাম, প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার জন্মদিনে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদানের জন্য দোয়া করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
১. ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্রদল কর্মী অংশ নেবেন।
২. একই দিনে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে একযোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে, যাতে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সমর্থকরা উপস্থিত থাকবেন।
৩. ১৭ আগস্ট ২০২৫, রবিবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তাঁর জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করবেন।
আজ (১৩ আগস্ট) ঘোষিত এই কর্মসূচিতে স্বাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনকে সফল করতে ইতোমধ্যে কেন্দ্র থেকে সারাদেশের ইউনিটগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতিও শুরু হয়েছে।