এম কে হাসান বিশেষ প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার টমটম লাইসেন্স কেলেঙ্কারি ও নাগরিক সেবা ব্যাহত হওয়া নিয়ে পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ এর বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে গত ৭ ই আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয় । তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্ট জারি হওয়া এক স্মারকাদেশ অনুযায়ী গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ।
কিন্তু রয়ে গেছে অনেক প্রশ্ন ছিনতাইকৃত টমটম লাইসেন্স গুলোর কি হবে, ফুটপাত মুক্ত হবে কিনা, পৌরসভার বিভিন্ন পয়েন্ট এ আদায়কৃত চাঁদা বন্ধ হবে কি না, জনসেবার দূভোর্গ কমবে কিনা ।
কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ। তিনি একইসাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বও বুঝে নিয়েছেন।
এ ছাড়া রুবাইয়া আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক -উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সেই দায়িত্বও পালন করবেন নিজাম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্বে আছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন প্রশাসককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
নিজাম উদ্দিন আহমেদ মুঠোফোনে প্রতিবেদক কে এসব বিষয় জানান। তিনি নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ ২য় মেয়াদে ২০২৪ এর ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। কক্সবাজার শহরে ব্যাটারি চালিত অটো রিকশার লাইসেন্স নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এরপর তার অপসারনের দাবী তোলেন বিক্ষুব্ধ শহরবাসীদের অনেকেই। এরমধ্যেই গত ৩ আগস্ট তার বদলির আদেশ আসে। তাকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত করা হয়েছে।