আশরাফ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ৩০ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে রিয়াজ মাহমুদ কে আহবায়ক, আইয়ুব চৌধুরীকে সি: যুগ্ম আহবায়ক, আব্দুল হালিমকে সদস্য সচিব করে উপজেলা কমিটি এবং শরীফুল ইসলাম দুখু কে আহবায়ক, ফরহাদ মাহমুদকে সদস্য সচিব করে পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা ছাত্র দলের আহবায়ক রিয়াজ মাহমুদ বলেন, আমি যখন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্র দলের সাথেই আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। সংগঠন আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের সেই দায়িত্ব পালন পালন করবো ইনশাআল্লাহ।
পৌরসভা ছাত্রদলের আহবায়র শরিফুল ইসলাম দুখু বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে সংগঠনের গতিশীলতা বাড়াতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। । নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাতেই উপজেলার কয়েকটি বাজারে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা।