রৌমারীতে ২০০ পি,স ই,য়া,বা ও একটি মোটরসাইকেলসহ গ্রে,প্তা,র ২
সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে ১৩ আগস্ট বুধবার বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিওিতে রৌমারী পুলিশের একটি চৌকস টিম রৌমারী শাপলা চত্বর থেকে ২০০ পিস ইয়াবা একটি ব্যবহৃত মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে আটক করছে ।
আটককৃত মাদক কারবারিরা হলেন, শামীম খানের ছেলে হৃদয় খান( ৩৩) জেলা টাঙ্গাইল উপজেলা কালিহাতী গ্রাম পাছচারান, নুরুল আলম তালুকদারের ছেলে রাকিব তালুকদার উপজেলা কালিহাতী গ্রাম পাছচারান,রৌমারী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান , গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।