যুব সমাজ ধ্বংসের উপকরণ মা,দক,দ্রব্য গাঁ,জা,ইয়া,বা ও অ,স্ত্র উ,দ্ধার-
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর ৩টি অভিযানে ইয়াবা ডিলার সহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাদকের এক মামলায় সবাইকে আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
বানিয়াচং সেনাবাহিনীর পৃথক পৃথক ৩টি অভিযানে ইয়াবা ডিলার সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করে গভীর রাতে থানায় সোপর্দ করেন সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য (এএসএফ)
সৈনিক সূত্রে জানাযায়,দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা সহ বানিয়াচংয়ের চিহ্নিত মাদক(ইয়াবা) ব্যবসায়ীদের সম্পর্কে অভিযোগ করে আসছিলেন বিভিন্ন ইউনিয়নের এলাকাবাসী।
তাদের এসব মৌখিক অভিযোগের ভিত্তিতে এসব ব্যবসায়ীদের প্রতি নজরদারি রেখে তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
১১আগষ্ট (সোমবার)গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে ক্যাপ্টেন সামিউল আযীম এর নেতৃত্বে একদল সেনাবাহিনী উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার হাবিবুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী সোহাগ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ১টি রামদা,৮০০শত গ্রাম গাঁজা,৬পিছ ইয়াবা ও ৪টি মোবাইল ফোন,পুয়েল পেপার,গাঁজার কল্কি ও মাদক সেবনের সরঞ্জামসহ আরও সহযোগী দুই ব্যাবসায়ী সহ ৩জনকে গ্রেফতার করা হয়।
সহযোগী দুই ব্যবসায়ী হলো উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা মহল্লার নূর ইসলাম মিয়ার পুত্র জুয়েল মিয়া(৩৫) ও একই ইউনিয়নের চানপাড়া মহল্লার জামীর হুসেনের ছেলে শান্ত ওরফে শাহিন মিয়(২৫)
এই অভিযানটি পরিচালনা করে ২য় অভিযানটি ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে রাত সাড়ে ১১টার দিকে আমীরখানী মহল্লার ইউনুস আলীর পুত্র মাদক(ইয়াবা) ব্যবসায়ী আবদাল মিয়া(৫৫)এর ঘরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার ঘর থেকে ৬০পিছ ইয়াবা,পুয়েল পেপারের ২টি প্যাকেট ও মাদক সেবনের সরঞ্জাম সহ ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
পরে ৩য় অভিযানটি রাত ১টার দিকে একই ইউনিয়নের গরীব হুসেন মহল্লার মৃত আব্দুল হাই এর পুত্র শীর্ষ ইয়াবা ডিলার হোন্ডা সাজ্জাদ এর ঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র একটি বড় চাকু,১৩পিস ইয়াবা,পুয়েল পেপার,ব্যবহৃত দুটি মোবাইল ফোন সহ সেবন করার জিনিস পত্র উদ্ধার সহ মাদকের(ডিলার)
শীর্ষ ব্যবসায়ী সাজ্জাদ মিয়াকে(৫০)
গ্রেফতার করা হয়।
১২আগষ্ট মঙ্গলবার রাত ২টা ১৫মিনিটের দিকে বানিয়াচং থানার ডিউটি অফিসার (এসআই)জিয়াউর রহমানের নিকট ৫ মাদক ব্যবসায়ীদেরকে দেশীয় অস্ত্র রামদা,চাকু,গাঁজা,
ইয়াবা,সহ ৩টি অভিযানে উদ্ধারকৃত মালামাল সোপর্দ করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার ডিউটি অফিসার(এসআই)জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এবং এই মামলার আসামী হিসাবে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,গ্রেফতার হওয়া নুর ইসলাম মিয়ার পুত্র জুয়েল দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকের ডিলারি করে আসার অভিযোগ ছিলো অহরহ।
বিগত কয়েক মাস হয় হবিগঞ্জ শহরে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ জুয়েল গ্রেফতার হয়।
অন্যদিকে ৯আগষ্ট বানিয়াচংয়ের শীর্ষ ইয়াবা সম্রাট সাইদুলহক গ্রেফতারের ১দিন পর তার সেকেন্ড ইন কমান্ড হিসাবে পরিচিতি পাওয়া শীর্ষ ইয়াবা(ডিলার) হোন্ডা সাজ্জাদকে গত বছরের ৫ আগষ্ট গভীর রাত ৬আগষ্টে বানিয়াচং থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জনতার গণপিটুনিতে নিহত হওয়া(এসআই) শন্তুস চৌধুরী দাস বিপুল পরিমাণ ইয়াবাসহ সাজ্জাদকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিলো।
শীর্ষ ডিলার সাজ্জাদ মোটরসাইকেল দিয়ে যাত্রী আনাগোনার কাজে ভর্তী হয়ে মাদক(ইয়াবা)ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ এর পর থানা পুলিশের হাতে হোন্ডা সহকারে গ্রেফতার হওয়ার পর থেকে হোন্ডা সাজ্জাদ হিসাবে পরিচিত লাভ করে।
সাজ্জাদ(ইয়াবা) মাদকের ১ম মামলায় জামিনে কারাগার থেকে বের হয়ে বানিয়াচংয়ের শীর্ষ মাদক(ইয়াবা)সম্রাট ৯আগষ্ট সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত হোন্ডা সাজ্জাদ সাইদুল হকের সেকেন্ড ইন কমান্ড হিসাবে শীর্ষ ইয়াবা ডিলারি করে আসছিলো।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আবদাল মিয়া বর্তমান ঠিকানা আমীরখানী মহল্লার স্হায়ী বাসিন্দা।
তিনিও দীর্ঘদিন ধরে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দিয়ে যাত্রী আনাগোনার কাজ করতেন।
এই কাজের ফাঁকে আবদাল মিয়া দীর্ঘদিন ধরে(ইয়াবা)নামক মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছিলেন বলে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গতকাল ১১ আগষ্ট(সোমবার) গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরা হওয়ার পর থেকে ৫ আগষ্ট সরকার দেশ ত্যাগ করা পর্যন্ত সাহসী সাংবাদিকতার রিপোর্ট করে হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র প্রথম স্হান অর্জনকারী হিসাবে পুরস্কৃত হওয়া সাংবাদিক আলহাদীর কাছে সেনাবাহিনীর হাতে ইয়াবা সহ গ্রেফতার হওয়া আবদাল মিয়ার আপন ছোট্ট বোনের বিয়ে ছিলো।
১২আগষ্ট(মঙ্গলবার) আব্দাল মিয়ার ছোট্ট বোন জামাতা সাংবাদিক আলহাদীর বাড়িতে বৌভাত অনুষ্ঠানে সকল আত্বীয় স্বজন নিয়ে যাওয়ার কথা ছিলো।
এছাড়াও ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতকর্ণ পাড়ায় গ্রেফতার হওয়া ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চানপাড়া মহল্লার জামীর হুসেনের পুত্র শান্ত ওরফে শাহিন আবদাল মিয়ার চাচাতো ভাই হওয়ার বিষয়টি জানিয়েছেন এলাকাবাসী।