মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)
ভিক্ষাবৃত্তি কমিয়ে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গোদাগাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় ছাগল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার প্রদান করা হয়।
আজ ১৩ আগস্ট (বুধবার) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং প্রতিবন্ধী নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এসময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “আমরা ভিক্ষাবৃত্তি দূরীকরণের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা এই অনুদান কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করবেন এবং ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসবেন।”