বাঞ্ছারামপুরে যাক জমক ভাবে জাতীয় যুব দিবস পালিত
রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১২ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মুহাম্মদ আবুল বাশার।
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি। উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, ১২ নং উজানচর ইউনিয়নের সভাপতি কাজী মো. আলী (লিটন মিয়া), শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মো. ফারুকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মো. তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক ও সদর ইউনিয়ন শাখার সভাপতি আবু কাউছার, প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ. এম. মোহাম্মদ আলী এবং অফিস সম্পাদক মো. ফয়সাল আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক মো: নূরে আলম
প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন, “যুবকরাই ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানী দিয়ে এসেছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়া দিবেন ছয় শ্রেণীর মানুষের একজন হচ্ছেন সেই যুবক, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে।”
বিশেষ অতিথি আবুল বাশার বলেন, “যুবকরাই শক্তি, জ্ঞান ও বুদ্ধির সমন্বয়ে আগামী রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা, নৈতিক শিক্ষা বৃদ্ধি ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
ছবি সংযুক্ত
০১৭১৪২১৯৮৭৫
১২/০৮/২৫