বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হ,ত্যা
রাসেল হোসাইন বগুড়া (কাহালু) প্রতিনিধি:
বগুড়ার কাহালু পৌরসভার ৬নং ওয়ার্ড পাল্লাপাড়া গ্রামে গরুর খাবারে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গরুর খাবারে বিষ মিশিয়ে দেয়। সন্ধ্যা ৭ টায় গরুগুলো খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর একে একে তিনটি গরুই মারা যায়।
গরুগুলোর মালিক মোঃ ফজলার রহমান জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে খাওয়ানো হয়েছিল। সন্ধ্যা গরুগুলো মাটিতে লুটিয়ে আছে। দ্রুত স্থানীয় পশু চিকিৎসকের শরণাপন্ন হলেও ততক্ষণে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মোট তিনটি অস্ট্রেলিয়া জাতের গরু মারা যায় এতে পরিবারের প্রায় ছয় লক্ষ টাকা ক্ষতি হয় ।