মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগষ্ট ২০২৫ রোজ বুধবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিনার হোসেন খান এ-র সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাঃ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাঃ আফজাল হোসেন মানিক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান গাজী, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক উম্মে হানী,পলাশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও দি ডেন্টিষ্ট পয়েন্ট এ-র পরিচালক মোঃ কামাল হোসেন, পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি মাহবুব সিকদার ও নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি জানান, ব্লাড ডোনার তৈরি করতে স্কুল কলেজ সহ সর্বত্র ভবিষ্যতে এ-ই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত থাকবে।