জাতীয় যুব দিবসে নোয়াখালীর শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন : সোহরাব সুমন
মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার – সেনবাগ নোয়াখালী :–
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে নোয়াখালীর শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন সোহরাব হোসেন সুমন
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে উদযাপিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫-এ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার অর্জন করেছেন রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন সুমন।
মঙ্গলবার ১২ ই আগষ্ট নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ ইসহাক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ উপ-পরিচালক জনাব সাজ্জাদ হায়দার ভুইয়া বাদল, রেইনবো যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব খন্দকার নাজমুল হক (পিএইচডি), এবং রেইনবো যুব ফাউন্ডেশন সেনবাগ শাখার কো-অর্ডিনেটর জনাব ইঞ্জিনিয়ার আজমত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।