মোঃ রাজু,উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী) দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় র্যাব-৫ সিপিএসসি এর একটি বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১২ আগস্ট ২০২৫ তারিখ রাত ১০টা ১৫ মিনিটে পরিচালিত এ অভিযানে ২১৫ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- চর বোয়ালমারী আমিনপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
২. মোঃ মাহফুজুর রহমান (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- মোহনপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঝিরকুপাড়া এলাকায় অবস্থান করছে একটি সংঘবদ্ধ মাদক চক্র। এ তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরবেলা অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব জানায়, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার চরের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। তারা এলাকায় চিহ্নিত ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
উদ্ধারকৃত মাদক ও আলামতসহ আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।