ইসলামপুরে চলছে অ,বৈধ বালু উত্তোলন ভাঙ্গনের কবলে কৃষি জমি ও বসত বিটা
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের অন্তর্গত ঈদগাহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমগর নামক স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন নিরব ভুমিকা উপজেলা প্রশাসন! সিন্ডিকেটের ভয়ে প্রতিবাদ করতে পারেন এলাকাবাসি রাজনৈতিক দলগুলো মিলেমিশে একাকার!
অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলার কারণে ভাঙ্গনের কবলে কৃষি জমি বসত বিটা ও ব্রীজ! যেকোনো সময় ভেঙে যেতে পারে জুমনগরের মানুষের যাতায়াতের একমাত্র ব্রীজ (কালভার্ট) যে ব্রীজ দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ শিক্ষার্থীদের! ইসলামপুরের কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সিন্ডিকেট করে চালাচ্ছে অবৈধ বালু তোলার কাজ!
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় তাদের বিষয়ে ভয়ে কেউ কিছু বলতে সাহস পাইনা! কেউ প্রতিবাদ করলেই তার উপর চলে অমানবিক অত্যাচার! কৃষি জমি ও বসত বিটা অসহায় এক কৃষকের হওয়ায় সে প্রতিবাদ করতে পারে!২০২৪সালের ৫আগস্ট আওয়ামী লীগের পতন হলেও পতন হয়নি আওয়ামী দুসর সিন্ডিকেটের!