সাটুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
সাটুরিয়া, ১২ আগস্ট ২০২৫:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে “যুবশক্তি, অগ্রগতির শক্তি — গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে যুব সমাজকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল হাসান।
সভায় বক্তারা যুব সমাজকে নৈতিকতা, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি মোঃ কামরুল হাসান বলেন,
“যুবরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। আত্মনির্ভরশীল হয়ে, উদ্যোক্তা হয়ে এবং নতুন প্রযুক্তি আয়ত্ত করে আপনারা শুধু নিজের জীবন নয়, সমাজ ও দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে পারবেন।”
তিনি যুবকদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ, ক্ষুদ্র ব্যবসা উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ হওয়ার পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির তথ্যপত্র বিতরণ করা হয়।