ইমন রহমান
ভোলার ইলিশা ইউনিয়নের কৃতি সন্তান ও জেলার গর্ব, জনাব মোঃ সরওয়ার আলম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি পেয়েছেন।সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়—পুলিশের ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি পদে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ভোলার কৃতি সন্তান সরওয়ার আলমও রয়েছেন।পদোন্নতির এই খবরে ভোলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, তার সততা, দক্ষতা ও নিষ্ঠা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।ভোলাবাসির পক্ষ থেকে জনাব মোঃ সরওয়ার আলমকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্যের প্রত্যাশা করা হয়েছে।