বাঞ্ছারামপুরে যুগের সাথে তাল মিলিয়ে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
রিপন সরকার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): প্রতিনিধি
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন এবং মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বর্মন।
সভায় বক্তারা নতুন প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুণগত মান উন্নত করার পাশাপাশি রোগ নির্ণয়ের সময়সীমা কমিয়ে আনার ওপর জোর দেন। ডিজিটাল এক্স-রে মেশিন চালুর ফলে রোগীরা দ্রুত ও নির্ভুল সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ছবি সংযুক্ত
০১৭১৪২১৯৮৭৫
১২/০৮/২০২৫