1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান জনপ্রিয়তার শীর্ষে বাগেরহাটের শিক্ষাক্ষেত্র যেভাবে পাল্টে দিচ্ছে লতিফ মাস্টার ফাউন্ডেশন গাজীপুরে সাংবাদিক হত্যা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মেঘনায় মানববন্ধন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম ভোগডাঙ্গা মডেল কলেজের আলোর বাতিঘর চাঁপাইনবাবগঞ্জের নাচলে বাংলাদেশ পানি আইন-২০১৩, বিধিমালা-২০১৮এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত  ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু ঘটনা নিশ্চিত করেন ভোলা সিভিল সার্জন মনিরুল ইসলাম মেঘনার ভয়াল ভাঙনে বিলীন হাতিয়ার মাইলের পর মাইল জমি সাংবাদিক তুহিন হ,ত্যা,র প্রতিবাদে বিজয় নগর সাংবাদিকদের মানববন্ধন

বাগেরহাটের শিক্ষাক্ষেত্র যেভাবে পাল্টে দিচ্ছে লতিফ মাস্টার ফাউন্ডেশন

নাইম বিন রফিক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নাইম বিন রফিক 

‎মোংলা থেকে যাওয়া একজন শিক্ষক জানালেন, জেলা শহরে এসে প্রশিক্ষণ নেওয়ার আগে তিনি কখনোই ভাবেননি যে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শেখার আগ্রহ বাড়ানোও একটি ‘পেডাগজিক্যাল স্কিল’ হিসেবে উন্নয়নযোগ্য বিষয়। লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে এমন আরও নানা বিষয়ে তিনি জানতে পারেন। দুই দিনে তার মতো মোট ৬০০ শিক্ষক এই আয়োজনে প্রশিক্ষণ নিয়েছেন।

‎কর্মশালায় আলোচনার কেন্দ্রে ছিল শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের পুনঃস্থাপন, ‘স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং মডেল’, ‘অ্যাসেসমেন্ট ফর লার্নিং’ এবং স্থানীয় প্রেক্ষাপটে উপযোগী কনটেন্ট ডেভেলপমেন্ট ও শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

‎এই প্রশিক্ষণের আগে ১০০ জন জিপিএ-৫ (গোল্ডেন এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্যও একটি ‘ক্যারিয়ার ফোরসাইট সেশন’ আয়োজন করে ফাউন্ডেশন। এখানে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি প্রাপ্তির কৌশল এবং স্কিল-ওরিয়েন্টেড কোর্স বাছাই নিয়ে ‘ডেটা-ড্রিভেন’ পরামর্শ পান।

‎লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সিপিএ রফিকুল ইসলাম জগলুর ভাষ্য অনুযায়ী, “বাগেরহাটের যেকোনো মেধাবী শিক্ষার্থীর উন্নত ভবিষ্যৎ গড়তে পাশে থাকবেন তারা। ইতিমধ্যে শতাধিক মেধাবী শিক্ষার্থীর পারিবারিক ও আর্থিক তথ্য সংগ্রহ করেছি আমরা। তারা কোথায় পড়তে চান, তাদের আগ্রহ কীসে এসব তথ্যও আমরা নিয়েছি। এদের মধ্য থেকে যাদের যে সহায়তা প্রয়োজন, তাই আমরা সরবরাহ করব।”

‎শিক্ষা গবেষকদের মতে, এমন সমন্বিত উদ্যোগ বাগেরহাটের শিক্ষাক্ষেত্রে ‘ইকুইটি-অ্যান্ড-এক্সেলেন্স’ মডেল গড়ে তুলতে সহায়ক হবে।

‎বুয়েটের প্রবাদপ্রতিম শিক্ষক ড. মোহাম্মদ কায়কোবাদের মতো স্কলার এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে বাগেরহাটে আসেন। প্রথম দিন তার পাশাপাশি আরও ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মতিনুর রহমান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক (অব.) ফারজানা আলম এবং ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী।

‎দ্বিতীয় দিন (১১ আগস্ট) প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের প্রফেসর মো: সামিউল হক, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, সি. পি. এ মো: রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট