পরশুরামে বিজিবির তৎপরতার বাংলাদেশী কৃষক নুরুল ইসলামকে জীবিত ফেরত দিল বিএসএফ
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী কৃষক নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে।
১১ আগষ্ট (সোমবার) সকাল ১০ ঘটিকায় পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায় কৃষক নুরুল ইসলামের কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
কৃষক নুরুল ইসলাম কৈয়ারা কোনা গ্রামের মৃত সুলতান আহম্মদ ও মৃত হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে।
কৃষক নুরুল ইসলাম বলেন,তিনি সকাল আনুমানিক ১০ ঘটিকায় নরনীয়া মুন্সিরখীল এর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে গেলে হঠাৎ বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায। তিনি আরও জানান তাকে বিএসএফ কোন ধরনের শারীরিক নির্যাতন করেনি,সুন্দর ও সুস্থ ভাবে বাংলাদেশর বিজিবির কাছে তাকে হস্তান্তর করে।
এই বিষয়ে উত্তর কেতরাঙ্গা বিওপি ক্যাম্পের সুবেদার মাকসুদুর রহমান জানান আমি আমার সোর্সের মাধ্যমে জানতে পারি যে, বাংলাদেশী কৃষক নুরুল ইসলাম (৬৫) কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।
সাথে সাথে আমি আমাদের বিজিবি ফেনী ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেনকে বিষয়টি অবহিত করি। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোঃ মোশারফ হোসেনের নির্দেশনায় আমরা ভারতের মাথাই ক্যাম্পের কমান্ডারের সাথে বারবার যোগাযোগ করে বিকাল ৪ ঘটিকায় দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে আমরা বাংলাদেশী কৃষক নুরুল ইসলাম কে সুস্থ অবস্থায় বুঝে পাই এবং তার পরিবারের নিকট তাকে হস্তান্তর করি।
পাশাপাশি তিনি বাংলাদেশের সকল নাগরিক কে সর্তকতা অবলম্বন করতে ও ভারতের সীমান্তে চলাচল ও প্রবেশ না করার অনুরোধ করেন।
বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন,কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়। পরে বিকাল ৪ ঘটিকায় দিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যম বিএসএফ কৃষক নুরুল ইসলামকে ফেরত দেয়।
কৃষক নুরুল ইসলামের পরিবার ও স্থানীয়রা বলেন খুব অল্প সময়ের মধ্যে সুস্থভাবে কৃষক নুরুল ইসলামকে পেয়ে আমরা অনেক খুশি, তারা বিজিবির এমন অভাবনীয় কাজের জন্য প্রশংসা করেন ও বিজিবিকে ধন্যবাদ জানান।