জাকারিয়া রানা জেলা প্রতিনিধি
পটুয়াখালীতে এখন আর আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে, পটুয়াখালী জেলার দুমকিতে উপজেলা বিএনপি’র এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী ।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টায় দুমকি উপজেলা বিএনপির (একাংশের) মত বিনিময় সভা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।
মতিউর রহমান দীপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন ৫ আগষ্ট ২০২৪ এর পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি,দখলবাজি, লুটপাট করেছেন তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের কাছে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাড়ী ভেঙ্গে দিবো তখন কেহ পালাবার পথও পাবে না। তিনি আক্ষেপ করে বলেন সকল অঙ্গে ঘা,ঔষধ দিবো কোথা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর , পটুয়াখালী জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিন,সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ প্রিন্স শরীফ,মোঃ আমিরুল ইসলাম রয়েল, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান,মাইনুল হাসান,আহসান ফারুক, সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোর্তজা বিল্লাহ,ওহাব হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা ফরাজি, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।