তুহিন হ,ত্যা,র বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
সাখাওয়াত হাসান (বিজয়)
দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা খুন ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ না থাকলে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
রাজশাহী জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি পালিত করা হয়।