রিয়াজুল ইসলাম,
ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র অভিযোগ করেছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ভয়াবহ গণহত্যার ঘটনায় নীরব থেকে এবং কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সেই অপরাধকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। তার মতে, এমন নীরবতা ও নিষ্ক্রিয়তা শুধু লজ্জাজনকই নয়, বরং তা নিজেই এক ধরনের অপরাধ।
মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “ইসরাইল ইতোমধ্যে ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে ১৮ হাজার ৪৩০ শিশু। শত শত মানুষ, বহু শিশুসহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিককে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে সমর্থন করা আসলে অপরাধকেই প্রশ্রয় দেওয়া।”
ফিলিস্তিন ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান নতুন নয়। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ও তরমুজের প্রতীকযুক্ত একটি ব্যাগ নিয়ে যান, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। ওই ঘটনার পর বিজেপি তাকে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগে কটাক্ষ করেছিল।
তিনি ইসরাইলি আগ্রাসনকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে নিন্দা জানান এবং নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন, কারণ ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইল–হামাস সংঘাত বিষয়ক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।