কক্সবাজারে ৬ কোটি ৫০ লক্ষ টাকার মা,দ,ক উ,দ্ধা,র
এম কে হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্য রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ উপজেলা থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহ ভাজন ১ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখ যায়। এসময় কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক সন্দেহ ভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান । মাদকের বিরোদ্ধে আমাদের বাহিনী সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে ।