মোঃ মিজানুর রহমান
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৭টি পয়েন্টের জন্য ১৭ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে, সকল আবেদনকারীর উপস্থিতিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে উপজেলা ৮টি ইউনিয়নের জন্য ১৭ জন ডিলারকে চুড়ান্ত ভাবে নিয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সদস্য তোফায়েল আহমেদ, সংবাদকর্মী আবু সাঈদ সহ প্রমূখ।