রামপালে জনবান্ধব এএসসি আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে বিরল ঐক্য
আরিফ হাসান গজনবী (রামপাল) বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জনবান্ধব সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে এএসসির পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
দল-মত নির্বিশেষে অভূতপূর্ব অংশগ্রহণ
রামপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মকর্তার বদলির প্রতিবাদে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। স্থানীয়রা একে ‘রামপালের বিরল ঐক্য’ বলে অভিহিত করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন—
> “এএসসি আফতাব আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকে ভূমি অফিসের সেবা সহজ হয়েছে। দুর্নীতি, দালালচক্র ও অনিয়ম কমেছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।”
স্মারকলিপি ও দাবির ভাষ্য
মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়েছে—
বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
স্থানীয় উন্নয়ন ও সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে রামপালেই বহাল রাখতে হবে।
জনবান্ধব কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে।
কেন এই ঐক্য গুরুত্বপূর্ণ?
প্রশাসনিক কর্মকর্তাদের বদলি বাংলাদেশে নিয়মিত প্রক্রিয়া হলেও, কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এমন সর্বস্তরের ঐক্য বিরল। রাজনৈতিকভাবে বিপরীতমুখী দলগুলোর একত্রে অংশগ্রহণ এ ঘটনায় জনমতের গভীরতা ও জনপ্রশাসনে আস্থার চিত্র তুলে ধরে।
স্থানীয় এক বাসিন্দা বলেন—
> “আমরা রাজনীতিতে ভিন্নমত পোষণ করি, কিন্তু সেবা পাওয়া আর ন্যায়বিচার চাই—এখানে আমাদের সবাই এক।”
মো. আফতাব আহমেদ দায়িত্ব নেওয়ার পর রামপালে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ, এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, তার বদলির ফলে এই উন্নয়নমূলক ও স্বচ্ছ প্রশাসনিক ধারা ব্যাহত হবে।