মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা
আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে পৌর কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এবং তাঁর সহধর্মিণী মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসকেও এসময় বদলীজনিত সংবর্ধনা প্রদান করা হয়।
মৌলভীবাজার পৌরসভার ষ্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক (অঃ দাঃ) রুমেল আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, পৌর সহকারী প্রকৌশলী আনোয়ার শাহাদাত হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পৌর বাজার পরিদর্শক এ কে এম নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার প্রশাসক সিলেটে বিভাগের শ্রেষ্ট প্রশাসক নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে বক্তারা বিদায়ী সংবর্ধিত পৌর প্রশাসক বুলবুল আহমেদ এর বিগত কার্যক্রমগুলো স্মরণ করেন এবং তাঁর ও পরিবারের জন্য শুভকামনা জানান।