রাকিব আহমেদ
গাজীপুর সিটি কর্পোরেশন এর ১৮ নম্বর ওয়ার্ড, এটি একটি জনবহুল এলাকা, গাজীপুর স্মৃতির প্রাণকেন্দ্র গাজীপুর চৌরাস্তার একদম নিকটে হওয়ায় এখানে হাজার হাজার লোক বসবাস করে, এখানে কিছু গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে পুরনো ট্রাক স্ট্যান্ডের পরেই এই এরিয়াতে অবস্থিত, তেলীপাড়া বড়ইতলা ময়মনসিংহ মহাসড়কে একটি বাস স্ট্যান্ড
এই ব্যস্ত এরিয়াতে মহাসড়কে বৃষ্টির জমানো পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যাচ্ছে, এলাকাবাসীর বিষয়টি নজরে এসেছে, এখানে উল্লেখ্য বৃষ্টির পানি জমলেই এই বুদবুদ গুলো দেখা যায় তবে বৃষ্টির পানি ছাড়াও নিয়মিত গ্যাস বের হচ্ছে এটা সহজেই অনুমেয়, এই গ্যাসের বুদবুদ কয়েকটি স্পট দিয়ে বের হচ্ছে...
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ এই সড়কের নিচ দিয়েই তিতাস গ্যাসের বড় একটি পাইপ চলে গিয়েছে এবং কোন দুর্ঘটনা ঘটলেই বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এবং রান্না শেষ সম্ভাবনাও রয়েছে
এই বিষয়টা এলাকাবাসী তিতাস গ্যাস ট্রান্সমিশনের দ্রুত কোন পদক্ষেপ কামনা করছে এবং এই ব্যাপারটা গাজীপুর সিটি কর্পোরেশন এর দৃষ্টিতে আনার দাবি জানাচ্ছে
(নিউজটিতে বানানগত শব্দচয়নগত এবং অন্যান্য ভুলভ্রান্তি থাকতে পারে, জনাব সম্পাদক সাহেবকে পরিমার্জন পরিবর্তন করে নেয়ার অনুরোধ করছি)