তুহিন হ,ত্যা,কারী,দের ফাঁ,স চাই—বড়াইগ্রাম সাংবাদিকদের হুঁশিয়ারি
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি: মো: আজাদুল ইসলাম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল নাটোরের বড়াইগ্রাম। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বনপাড়া পৌরসভার সামনে বড়াইগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিক হাতে ব্যানার নিয়ে এক কাতারে দাঁড়িয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন—
“এটি শুধু একজন সাংবাদিকের হত্যাকাণ্ড নয়, এটি সত্য ও স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চক্রান্ত। হত্যাকারীদের বিচার না হলে আরও কঠোর আন্দোলন হবে।”
বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি ও মানবাধিকারের নাটোর জেলা সভাপতি মোঃ সাহাবুল আলম বলেন, “সাংবাদিক হত্যা মানে সত্যকে হত্যা করা। আমরা খালি কলম নিয়ে রাজপথে নেমেছি, প্রয়োজনে রক্ত দিয়েও সত্য রক্ষা করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে—সত্যের পক্ষে দাঁড়ানো অপরাধ নয়।”
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, ট্রাব নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহাগ ইসলামসহ বড়াইগ্রামের সব সাংবাদিক।
মানববন্ধনে এক সুরে ধ্বনিত হয়— “সাংবাদিক হত্যা বন্ধ করো, দোষীদের ফাঁসি চাই।”