ঠাকুরগাঁওয়ে চু-রি যাওয়া চারটি গরু উ,দ্ধা,র, গ্রে,প্তা,র ১
মোঃরাকিব ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পুলিশের অভিযানে চু-রি যাওয়া চারটি গরু উদ্ধারসহ এক চো-রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) মামলার প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সফলতা আসে। এসআই মোঃ সুলতান আলী ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার বোদা ও আটোয়ারী থানা এলাকায় চু-রি যাওয়া গরু এবং চো-র চ-ক্রকে ধরতে অভিযান চালান। অভিযান শেষে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার টেবাই ৫ (বেড়াবেড়ি মাদ্রাসা সংলগ্ন) এলাকার আঃ মান্নানের ছেলে মোঃ সুজন ইসলাম-কে গ্রে-প্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে চু-রি যাওয়া মোট চারটি গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রে-প্তারকৃত সুজন ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চো-র চ-ক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।