এমরান হোসেন রিটন
গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হয়রানির প্রতিবাদে কুমিল্লার মেঘনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে মেঘনা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।