গজারিয়ায় তিতাসের অভিযান ২টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,রেস্টুরেন্ট সিলগালা
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় একটি রেস্টুরেন্ট সিলগালা ও একটি চায়ের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
গতকাল সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানের শুরুতে বালুয়াকান্দি মিয়ামী রেস্টুরেন্টের বিপরীত পাশে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি চুনা কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করে কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত ফুড ভিলেজ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালায় তিতাস। এ সময় সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় বারেক নামে এক চা দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওমর ফারুক। অভিযান শেষে তিনি বলেন, ' দিনব্যাপী অভিযানে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় একটু রেস্টুরেন্ট সিলগালা ও একটি চায়ের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে'।
এ বিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, 'গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে গজারিয়ার পৃথক ২টি এলাকায় ২টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এস্কেভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয় এবং চুল্লিগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি একটি রেস্টুরেন্ট ও চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে'।
অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।