খন্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুতের তার চুরি হয়ে গেছে
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
পরশুরাম উপজেলার বক্মমাহমুদ ইউনিয়নের খণ্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুতের তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
১০ আগস্ট (রবিবার) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে,খন্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের আগে দুর্বৃত্তরা মসজিদের প্রায় ১০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে।
স্হানীয় বাসিন্দা মোঃ ইসমাইল বলেন খন্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নতুন ভাবে কাজ চলছে, তাই মসজিদের দরজা জানালা এখনো মজবুত করে লাগানো হয় নাই।
খন্ডলহাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জলিল ভুঁইয়া বলেন মসজিদ আল্লাহর ঘর, আজকে মসজিদ থেকে দিনে দুপুরে বিদ্যুতের তার চুরি হয়ে গেছে বিষয়টি খুব দুঃখ জনক।