সত্যের পক্ষে বিদ্রোহী কলম
মোঃ সোহেল মিয়া
বিভাগীয় ব্যুরো প্রধান ( ঢাকা )
দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাংবাদিক—রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,
সত্য লিখি, ভয় করি না কোনো বাঁধন,
আমরা জাতির বিবেক, নির্ভীক সমর্থন,
তবু কেন দিতে হয় রক্তের আয়োজন?
তুহিন, তুমি হলে কলমের প্রতিজ্ঞা,
তুমি দেখেছো অন্যায়ের অশ্রুপ্রভা,
মুছে ফেলনি সত্য—যতই আসুক ধমকা,
তাই রাতের আঁধারে হলো তোমায় আক্রমণ করা।
তোমার রক্ত মিশেছে মাটির গভীরে,
তোমার শপথ জ্বলে আছে আগুনের নীড়ে,
আমরা নত হবো না কোনো ভীরু ঘরে,
কলম আমাদের দাঁড়াবে মুক্তির দ্বারে।
আমি সোহেল , অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠধ্বনি,
ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান, সত্য আমার শপথ বাণী ,
দৈনিক প্রভাতী বাংলাদেশ—যার আলো ভোরের মতো জ্বলে,
যত বাঁধাই আসুক, সত্যের পতাকা হাতে এগোবো দুঃসাহসে চলে।
যদি সত্য বলা মানেই মৃত্যু হয়,
তবে মৃত্যুকেও আমরা করবো জয়,
ভয়ের শিকল ছিঁড়ে, ছুটবো অজানায়,
কারণ স্বাধীন কলম চিরকাল বেঁচে রয়।