বগুড়া সোনাতলায় ঝগড়া থামাতে গিয়ে গর্ভবতী গৃহবধূর মর্মান্তিক মৃ.ত্যু
মোঃ মহিদুল ইসলাম বগুড়া-(সোনাতলা ) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ থামাতে গিয়ে মেনেকা খাতুন (২৫) নামের সাত মাসের গর্ভবতী এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামে, গত ৮ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলে, বগুড়া জেলা সোনাতলা উপজেলায় পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ বিশু মিয়ার স্ত্রী নাম: মেনেকা খাতুন (২৫) ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামপুর গ্রামের মৃত টুনু মিয়ার দুই ছেলে—মোঃ ফারাজুল ইসলাম (৪০) ও মোঃ বিশু মিয়া (৩৫)—জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ছোট ভাই বিশু মিয়ার স্ত্রী মেনেকা খাতুন, যিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, ভাইদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে, বড় ভাই ফারাজুল ইসলামের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে, সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি একটি মৃত সন্তান প্রসব করেন এবং অব্যাহত রক্তক্ষরণের কারণে ৯ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ৫টা ১০ মিনিটে মেনেকা খাতুন মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃতদেহ স্বামীর বাড়িতে রাখা আছে। ঘটনার খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) মোঃ শামীম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। থানায় এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ছে।