বগুড়া ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, দেশীয় অ,স্ত্রে,র আ,ঘাতে ৩ যুবক গুরুতর আ,হত
মোঃ মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা সোনাতলা থানাধীন পূর্ব টেকানী গ্রামে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দেশীয় অস্ত্র (চাকু) দিয়ে আঘাত করে তিনজন কিশোর-যুবককে গুরুতর জখম করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার (০৯ আগস্ট ২০২৫ বিকেল আনুমানিক ৪:০০ হতে ০৫:২০ টার মধ্যে পূর্ব টেকানী এলাকায় দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র ও ধারালো চাকু ব্যবহার করে তিনজনকে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে ।
আহতরা হলেন, মোঃ আজিজ এর পুত্র ১.জীবন (১৮) মোঃ আব্দুল গনি পুত্র ২. মোঃ সাগর (১৭) মোঃ মিন্টু এর পুত্র ৩. মোঃ সুমন (১৭)সকলের ঠিকানা: পূর্ব টেকানী, থানা: সোনাতলা, জেলা: বগুড়া। ঘটনাটি এলাকাবাসী ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও ভিকটিমদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার সময় কর্তব্যরত চিকিৎসকগণ আহতদের অবস্থা গুরুতর বিবেচনায় নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।