রাসেল হোসাইন বগুড়া
বগুড়া জেলা কাহালু উপজেলায় ৭ জন জুয়া খেলোয়ারদেরকে আটক করেছে কাহালু থানা পুলিশ পুলিশ । ১০ই আগস্ট ২০২৫ বিকাল পাঁচটায় কাহালু উপজেলায় ২ নং ইউনিয়ন তিনদিঘী বাজারে পেছন থেকে জুয়া সামগ্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয় । কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র ও এএসআই মোজাম্মেল হক এ-র প্রত্যক্ষ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাতজন জুয়ারীকে গ্রেফতার করেন কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলা কাহালু উপজেলা বড় ভাদাহার গ্রামের মৃতঃ আবুল সরদার এর পুত্র ১. আব্দুর রাজ্জাক (৫৫),মৃত মমতাজ উদ্দিন এর পুত্র
২। মোঃ শহিদুল ইসলাম(৫৫) , মজিবর রহমান এর পুত্র ৩। মোঃ আনোয়ার হোসেন(৪৫) । কাহালু পিলকুঞ্জ ফকিরপাড়া বসারত আলীর পুত্র
৪। মোঃ আলী হাসান ভুট্টু(৪৫), কাহালু ভাদাহার নয়াপাড়া গ্রামের মৃত জাফর এর পুত্র ৫। মোঃ আইনুদ্দিন(৫০) শিবগঞ্জ উপজেলা খেঁওনী বীন্নাচাপর গ্রামের মিতু মঈনুদ্দিন প্রামানিক এর পুত্র ৬। মোঃ ফরিদ হোসেন প্রাং(৪৫)ও মৃত মিরাজ সোনার এর পুত্র ৭। মোঃ সাইফুল ইসলাম(৪৭)দেরকে গ্রেফতার করেছেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কাহালু থানা পুলিশ ।
কাহালু অফিসার ইনচার্জ ওসি নিতাই চন্দ্র বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে জুয়া ও অনুরূপ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।