ফেনী লিও ক্লাবের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
মানবিক দায়িত্ববোধ থেকে উৎসারিত এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে ফেনী লিও ক্লাব। ক্লাবের আয়োজনে আজ ফেনী সদর উপজেলার লক্ষিয়ারা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। কর্মসূচিতে স্কুলের দু’শতাধিক শিক্ষার্থী র্বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের হাতে একটি করে গ্রুপ নির্ধারিত কার্ড তুলে দেওয়া হয়, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে লাগবে।
ক্লাব প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ বলেন,
“আমরা বিশ্বাস করি, ছোট একটি উদ্যোগ সমাজে বড় প্রভাব ফেলতে পারে। এই কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং মানবতার চেতনা জাগ্রত করতে চেয়েছি। ফেনী লিও ক্লাব সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সেক্রেটারি লিও খায়রুজ জামান বলেন,
“এ ধরনের কর্মসূচি শুধু তাৎক্ষণিক সেবা নয়, বরং দীর্ঘমেয়াদি সচেতনতা সৃষ্টি করে। তরুণ সমাজকে মানবিক কাজে যুক্ত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রোগ্রাম চেয়ারম্যান লিও সাজ্জাদ হোসেন ইমন বলেন,
“এই মহতী কর্মসূচিকে সফল করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেনী লিও ক্লাবের সকল সদস্য, লক্ষিয়ারা হাই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী সবার প্রতি ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।”
এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারি লায়ন শাহনুর আহসান আবির,অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন মজুমদার,লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও মিথিলা রুম্মান, লিও ওমর ফারুক, শিক্ষকমণ্ডলী সহ লিও ক্লাবের সকল সদস্যবৃন্দ।