হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, মাসুম হাসান আফিফ, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ, মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংবাদিক হোসেন হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যের নরপিশাচদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এক মুহূর্ত দেরি হলে দেশজুড়ে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে। ”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থ রক্ষায় কোনো রক্তই বৃথা যাবে না।