মোঃ নার্গিস আক্তার
আজ ৯ আগস্ট ২০২৫ শনিবার নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এর সভাপতিত্বে, প্রেস ক্লাবের সদস্য কালবেলার নবীনগর উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাসউদ্দীন হেলাল, বক্তব্য রাখেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্র ধর পলাশ, জামাল হোসেন পান্না, আবু কাউছার, জসীম উদ্দীন,লিটন মিয়া,প্রমূখ।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।