জন অমৃত মন্ডল
মেহেরপুর, ৭ আগস্ট ২০২৪: বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের গুরুত্ব তুলে ধরে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুরে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত মাতৃদুগ্ধের সুফাত বিষয়ে প্রচারণা চালানো হয় । সকাল ১১টায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসান্স(BYFC)-এর ম্যানেজার জনাব জন অমৃত মন্ডল (লিটন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সিডিপির ম্যানেজার জনাব বিপুল রেমা, মেডিকেল অফিসার ডা. মো: মেহেদি হাসান এবং হেলথ অফিসার মো: আহসানুল হক।
অনুষ্ঠানে মেহেরপুরের স্থানীয় কমিউনিটির প্রায় ১০০ জন মা অংশগ্রহণ করেন। বক্তারা মাতৃদুগ্ধের পুষ্টিগুণ, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা এবং সমাজে মায়েদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মাতৃদুগ্ধের প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা কামনা করা হয়।