নাইম বিন রফিক, বিশেষ প্রতিবেদন
বাগেরহাট চিতলমারিতে চুরি হওয়া ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২:০০ টায় উপজেলার সন্তোষপুর এলাকার যুবলীগ নেতা এমদাদুল হকের বাড়ি থেকে এই স্বর্ণালংকার উদ্ধার করে তারা। এর আগে ঘটনার সাথে জড়িত সন্দেহ দুজনকে আটক করা হলে তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো আড়ুয়াবর্নি এলাকার মৃত মঞ্জুরুল খানের ছেলে এমদাদুল খান (৩৮) এবং পশ্চিমপাড়া চর বানিয়ারি এলাকার সন্তোষ কুমার বসুর ছেলে সজল কুমার বসু (২৫)। আটককৃতরা যুবলীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতের যেকোনো সময় চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্স থেকে লোহার সিন্দুক সাইড গ্রেন্ডার মেশিন দিয়ে কেটে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। এ ঘটনায় জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল থানায় অভিযোগ দায়ের করলে আসামি সনাক্ত এবং চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারে অভিযানে নামে পুলিশ। জড়িত সন্দেহে এমদাদুল ও সজল নামের দুই ব্যক্তিকে আটক করে তাদের স্বীকারোক্তি মোতাবেক চোরাইকৃত স্বর্ণালংক