মোঃ নুরে আলম,বরিশাল
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার দাবীতে বরিশাল নুথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে রাখেন স্থানীয় ছাত্র-জনতা।
বরিশাল মেডিকেলের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি,দালাল মুক্তকরণ সহ সংস্কারের দাবীতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বরিশালের স্থানীয় ছাত্র-জনতা ।
মেডিকেলের সংস্কারের দাবীতে গত ২৮ জুলাই ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনির নেতৃত্ত্বে মেডিকেলের সামনের সড়কে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। সংস্কার এবং দালালমুক্ত করণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না দেওয়ায় ৮ আগস্ট আন্দোলনের ১২ তম দিনে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালের নুথুল্লাবাদ এলাকা ব্লকেড করে রাখে আন্দোলন কারীরা।
এদিকে নুথুল্লাবাদ ব্লকেড করায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসের শতশত যাত্রীর চরম দূর্ভোগ সৃষ্টি হয়। সন্ধ্যা ৬ টাই ব্লকেড খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্লকেড আন্দোলনে উপস্থিত থেকে নেতৃত্ত্ব দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি, ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি সহ বরিশালের ছাত্র-জনতা।
এ ব্যাপারে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আন্দোলনকারীদের দাবীগুলো যৌক্তিক এবং তিনি দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছেন। পাশাপাশি এ বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এ ব্যাপারে অবহিত করেছেন। হাসপাতালের কাঠামোগত সংস্কারের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য বরিশাল মেডিকেলে দালালের দৌরাত্ম, ডাক্তার-নার্সদের অবহেলায় রুগির মৃত্যু, ডাক্তার-নার্স সংকট এবং নার্স ও আয়াদের ব্যবহার খারাপ বলে দাবী করে রোগীর স্বজনরা।