সাগর কুমার সিং
আজ ৯ আগস্ট ২০২৫, (শনিবার), বেলা ১১ ঘটিকায় আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি গঠন দাবি সামনে রেখে আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখা’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতি পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাগর কুমার সিং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিক খান উপজেলা নির্বাহী অফিসার শেরপুর, বগুড়া। বিশেষ হিসেবে
বক্তব্য রাখেন ডাঃ মোঃ নিযায় কাযমীর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, এস এম মঈনুদ্দীন অফিসার ইনচার্জ শেরপুর থানা, মোঃ কামরুল হাসান উপজেলা শিক্ষা অফিসার, মোঃ ওবাইদুল হক উপজেলা সমাজসেবা অফিসার, মোছাঃ রেবেকা সুলতানা উপজেলা মহিলা বিষয়ক অফিসার, মোঃ আজিজুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসার, শেরপুর, বগুড়া। শ্রী সন্তোষ সিং বাবু সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি।
আরোও আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন শ্রী যুগেশ চন্দ্র সিং সাবেক সভাপতি, স্বপন চন্দ্র কর্ণিদাস সাধারণ সম্পাদক, শিপন কুমার রবিদাস সহ সাধারণ সম্পাদক, শ্রী সন্তেষ চন্দ্র সিং কোষাধক্ষ্য জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি। নিমাই ঘোষ সভাপতি শেরপুর প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদ, দিপক কুমার সরকার সভাপতি শেরপুর উপজেলা প্রেসক্লাব, আকরাম হোসাইন সম্পাদক সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকা শেরপুর, বগুড়া। বক্তব্য রাখেন গৌতম চন্দ্র মাহাতো সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা কমিটি। স্বপন কুমার সিং আহ্বায়ক, সদস্য সচিব শ্রী হিরালাল সিং জাতীয় আদিবাসী পরিসদ শেরপুর উপজেলা শাখা, বগুড়া।
উপজেলায় বসবাসরত প্রায় ৪০ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বরুপ ক্রেস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তরা আরো বলেন শেরপুর উপজেলা বসবাসরত আদিবাসী শিক্ষার্থীরা পাশ্বর্তী জেলা গুলোর আদিবাসী শিক্ষার্থীদের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে। যেমন: শিক্ষা, স্বাস্থ্য, নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও ইত্যাদি। বিশেষ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন আমাদের নিজস্ব ভাষা প্রায় বিলুপ্তের দিকে এই ভাষা টিকিয়ে রাখার বা সংরক্ষণের জন্য উপজেলায় আদিবাসী কালচারাল একাডেমির বিকল্প নাই। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ বলেন উপজেলা প্রায় ৪০ হাজার বিভিন্ন আদিবাসী জাতি গোষ্ঠীর বসবাস যেমন: তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জু, লোহার, তেলী, মুসহর, রাজোয়াড় ও ইত্যাদি রয়েছে। তাদের নিজস্বভাষা সংরক্ষণের জন্য আদিবাসী কালচারাল একাডেমি সহ বাত পড়া আদিবাসী জাতিগোষ্ঠীর নাম সরকারি গেজেটে অর্ন্তভূক্ত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিতি সবার সম্মতি ক্রমে উত্তম কুমার কে সভাপতি এবং সাগর কুমার সিং কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করেন জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভর।