নান্দাইলে সাংবাদিক তুহিন হ,ত্যা,র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (৯ আগস্ট) শনিবার বেলা ১২ঘটিকায় নান্দাইল উপজেলা চত্বরে নান্দাইল উপজেলা কর্মরত বিভিন্ন সাংবাদিক এ কর্মসূচি পালন করেছেন।
শামছ–ই–তাবারিজ রায়হানের সঞ্চালনা উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,আলম ফরাজি,জহিরুল ইসলাম লিটন,হান্নান মাহমুদ,বাবু অরবিন্দ পাল ও মোখলেছুর রহমান সহ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর ও কলম যোদ্ধা।তাঁর হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়,সমগ্র জাতিকে শোকাহত করেছে।আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি,যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।