তিন মাসে উধাও রাম্বল স্ট্রিপ ফের দুর্ঘ,টনা
আতঙ্কে
মুহাম্মদ আমিন। লোহাগাডা সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লোহাগাডা চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনা এড়ানো যে রাম্বল স্ট্রিপ দেওয়া হয়েছিল
সেগুলি তিন মাস অতিবাহিত হওয়ার আগেই বিলীন হয়ে যায়।
গত ঈদুল ফিতরের নামাজের পর ২৪ ঘন্টার ভিতর পরপর তিনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে
ওই দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারায়
আরো ২৪ জন গুরুতর আহত হয়। এই দুর্ঘটনার বিষয় জানতে চাইলে স্থানীয় জনসাধার বলেন।
এই ঝুঁকিপূর্ণ টার্নিংয়ে বেপোরোয়া গতিতে গাড়ি চালানো এবং ওভারটেকিং এর কারণে
দুর্ঘটনাগুলি হয়ে থাকে।
পরিশেষে এলাকার সচেতন নাগরিক বৃন্দ মানববন্ধন শুরু করে এতে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা কর্মীর ও
অংশনেন।
সবার একটাই দাবি।
বৃহত্তর চট্টগ্রাম থেকে বিশ্বের বৃহত্তর পর্যটক শহর কক্সবাজার যাতায়াতের এই মহাসড়ক ৬ লাইনের দাবি নিয়ে জোরালো বক্তব্য রাখেন নেতাকর্মীরা
কয়েকজন সিনিয়র নেতারা অশ্রু ঝরা বক্তব্যে বলেন কতটা মায়ের বুক খালি হলে ৬ লাইনের সিদ্ধান্ত নিবেন সরকার।
এই চিত্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে শেষমেষ বর্তমান সরকারের উপদেষ্ট মন্ডলী তৃতীয় মানববন্ধনে
ছুটে আসেন।
উনি আশ্বস্ত করে বলেন ইনশাআল্লাহ অতিদ্রুতই ৬ লাইনের
কাজ শুরু করবে বলেই আশা ব্যক্ত করেন।