শাব্বীর আহমদ শিবলী
আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সিলেট চট্টগ্রাম বিভাগের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুর গাছ মার্কায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে হবিগঞ্জ জেলার সংসদীয় আসন ২ (বানিয়াচং -আজমেরিগঞ্জ) প্রার্থী সাবেক ছাত্র জমিয়তের সফল কেন্দ্রীয় সভাপতি তরুণ প্রজন্মের আইডল মুফতী এখলাসুর রহমান রিয়াদ কে খেজুর গাছ মার্কায় প্রার্থী ঘোষণা করা হয়।
সেই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিকেল পাঁচটায় বানিয়াচং শহীদ মিনার থেকে বড়বাজার হতে আদর্শ বাজার, বাবুবাজার, পাঁচ ছয় নং বাজার, নতুন বাজার থেকে সারং বাজার পর্যন্ত বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন ও প্রতিটি বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিটি পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রার্থী খেজুর গাছ প্রতিকে ভোট চান এবং আলেমরা যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন বলে জানান। আলেমরা কোনদিন গাদ্দারি দূর্নীতি স্বজনপ্রীতি ও জনগণের কোনপ্রকার ক্ষতি হয় এমন কাজ করেনা। তিনি নির্বাচিত হলে সকল প্রকার অন্যায় অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন বলে আশ্বাস দেন।