মোঃ আমজাদ হোসেন চিরিরবন্দর
খানসামা উপজেলার পাকেরহাট মালোর পাড় এলাকায় এক লোক ৮০ হাজার টাকায়,গরু বিক্রি করে সৈয়দপুর মেলায় লটারি টিকিট কেটে পুরস্কার না পেয়ে হায় হায় হাহাকার।
এলাকাবাসী জানায় এরকম প্রায় বাড়িতে গরু ছাগল বউয়ের স্বর্ণের জিনিসপত্র বিক্রি করেও ওই লটারির টিকিট সংগ্রহ করা হচ্ছে পুরস্কারের আশায় কিন্তু না পেয়ে হাহা -কার অবস্থায় পুরো গ্রাম, চিরির বন্দর উপজেলার মানুষ ও পিছিয়ে নেই একদিনে হাজার হাজার টাকার টিকিট সংগ্রহ করতেছে পুরস্কারের আশায়,এই আশা করে, শিক্ষিত ভাইরা হয়ে যাচ্ছে বোকা , প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে চলতে থাকলেই গরিব ধনী সবাই বিপদে পড়বে, পুরস্কার না পেয়ে,,,