গজারিয়ায় ট্রেইলারের ধাক্কায় শিশু নি,হ,ত, ক্ষতিপূরণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ।
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:- মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রেইলারের ধাক্কায় দেয়াল ধসে সারাফাত (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গজারিয়ার হোসেন্দী ইউনিয়নবাসী। ক্ষতিপূরণ, ঘাতকের বিচার ও দীর্ঘদিনের ভগ্নদশাগ্রস্ত জামালদী–হোসেন্দী সড়ক সংস্কারের দাবিতে শনিবার (৯ আগস্ট) বেলা এগারোটা থেকে তারা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
এদিন সকাল ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানার নিয়ে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। হঠাৎ করে ব্যস্ততম এ মহাসড়ক বন্ধ হয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শুকরিয়া মার্কেটের সামনে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ গত বৃহস্পতিবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ট্রেইলারের ধাক্কায় দেয়াল ধসে পড়ে হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. সারাফাত (৭) এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জামিয়া (৬) নামে আরও এক শিশু শিক্ষার্থী আহত হয়। হৃদয়বিদারক এ ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন গজারিয়াবাসী।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে জামালদী–হোসেন্দী এসডিখাঁন সড়কটি খানাখন্দে ভরা। সড়কটিতে দুই গার্ডার সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এসব কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। ইউনিয়নে শিল্প কারখানার ভারী যানবাহনের বেপরোয়া গতি ও চলাচল নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। নিহত সারাফাতের ঘাতকের দ্রুত বিচার ও তার পরিবারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ প্রদান। ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধ ও নির্দিষ্ট সময়ের বাইরে নিয়ন্ত্রণ। ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কার ও মেরামত দ্রুত সম্পন্ন। সড়কে পুলিশি টহল জোরদার। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধকরণ করার দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় হোসেন্দী ইউনিয়নের সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।