নীলফামারী জেলা ছাত্রশিবিরের এ প্লাস সংবর্ধনা
সামিনুর ইসলাম
জলঢাকা প্রতিনিধি
সাথে নিয়ে, আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বো জগৎ,উচ্চ কন্ঠে বলো এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের,এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে।এসময় দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাড:আল মামুন রাসেল।জেলা ছাত্রশিবির সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম, জলঢাকা উপজেলা নায়েবে আমির আলহাজ্ব কামারুজ্জামান, জেলা শিবিরের সাবেক সভাপতি রঞ্জু ইসলাম,সাব্বিরআহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।
প্রধান অতিথি আল মামুন রাসেল তার বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলতার এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে।” বিশেষ অতিথি আসাদুল ইসলাম শিক্ষার্থীদেরকে লক্ষ্য স্থির করে অধ্যবসায়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহতা’য়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও দলীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।